তারিখঃ- প্রতি বৃহস্পতিবার।
যাত্রা শুরু: যশোর মনিহার/নিউমার্কেট থেকে বিকাল ৫ টায়।
সুবিধাসমূহ:
• যশোর-খাগড়াছড়ি-যশোর নন-এসি চেয়ার কোচ বাস
• সাজেকে ১ রাত রিসোর্টে থাকার ব্যবস্থা
• সাজেকে দুই দিনের জন্য রিজার্ভকৃত সবুজ জীপ
• পাঁচ বেলা খাবার
• সকল দর্শনীয় স্থানের প্রবেশ টিকিট
প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়:
• যাত্রা বিরতির সময়ের ব্যক্তিগত খাবারের খরচ
• প্যাকেজে উল্লেখ না থাকা যেকোনো অতিরিক্ত ব্যয়
বিশেষ দ্রষ্টব্য:
এটি একটি বাজেট-ভিত্তিক ভ্রমণ প্যাকেজ, যা সীমিত খরচে সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে। এটি প্রিমিয়াম পর্যায়ের ট্যুর নয়।
ভ্রমণসূচি:
প্রথম দিন:
ভোরে দিঘিনালা পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করা হবে। এরপর সাজেকের উদ্দেশ্যে সবুজ জীপে রওনা।
রিসোর্টে চেক-ইন করে বিশ্রাম ও দুপুরের খাবার।
দুপুরের পর কংলাক পাহাড় ভ্রমণ, হ্যালিপ্যাডে সূর্যাস্ত দেখা ও সন্ধ্যায় আড্ডা এবং রাতের খাবারের সাথে বারবিকিউ পার্টি।
দ্বিতীয় দিন:
ভোরে সূর্যোদয় দেখা এবং সকালের নাস্তা।
রুম চেক-আউট করে জীপে খাগড়াছড়ি ফেরা, দুপুরে খাওয়া।
এরপর জেলা পরিষদ পার্ক, আলুটিলা গুহা, হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত সেতু ঘুরে গোধূলি ইকো রেস্তোরাঁয় ডিনার।
রাত ১০টার বাসে যশোর ফেরত যাত্রা।
খাবারের মেন্যু:
প্রথম দিন
• সকাল: পরোটা, ডিম, সবজি/ডাল অথবা ভুনা খিচুড়ি
• দুপুর: সাদা ভাত, ব্যাম্বো চিকেন, ভর্তা, সবজি, সালাদ
• রাত: পরোটা ও কোয়াটার চিকেন বারবিকিউ অথবা ব্যাম্বো বিরিয়ানি
দ্বিতীয় দিন
• সকাল: ডিম খিচুড়ি
• দুপুর: মুরগির ডাল, ভর্তা, সালাদ
ভ্রমণ স্থানের তালিকা:
• সাজেক ভ্যালি
• রুইলুই পাড়া
• হ্যালিপ্যাড
• লুসাই পাড়া
• কংলাক পাহাড়
• আলুটিলা গুহা
• হর্টিকালচার পার্ক
• ঝুলন্ত সেতু
সিট সংখ্যা: ৪৫টি
মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে সামনের সিট বরাদ্দ দেওয়া হবে।
০ থেকে ৩ বছর বয়সী শিশুর জন্য কোনো ফি প্রযোজ্য নয়। ৩ বছরের বেশি শিশুর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ফি নির্ধারণ হবে।
অংশগ্রহণকারীদের জন্য প্রযোজ্য:
ছেলে, মেয়ে, কাপল, পরিবারসহ সকল ধরণের ভ্রমণপ্রেমীরা এই ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন।
বুকিং মানি: ২,০০০ টাকা (মোবাইল ব্যাংকিং খরচসহ মোট ২,০৪০ টাকা)
ট্যুরের দিন বাসে ওঠার আগে অবশিষ্ট টাকা পরিশোধ করে সিট নম্বর বুঝে নিতে হবে।
ভ্রমণের জন্য সঙ্গে নেওয়ার পরামর্শ:
• মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার
• কমপ্যাক্ট ব্যাগ ও হালকা কাপড়
• জাতীয় পরিচয়পত্র
• ওডোমস বা মশা নিরোধক দ্রব্য
• গামছা, সানগ্লাস, হ্যাট ও সানস্ক্রিন
• টুথব্রাশ ও টুথপেস্ট
• প্রয়োজনীয় ওষুধ
• ক্যামেরা ও এক্সট্রা ব্যাটারি
আমাদের সেবাসমূহ:
• অফিসিয়াল ট্যুর
• ফ্যামিলি ট্যুর
• গ্রুপ ট্যুর
• রিইউনিয়ন ট্যুর
• ইন্ডাস্ট্রিয়াল ও স্টাডি ট্যুর
• বাস ও এয়ার টিকিট বুকিং
অফিস ঠিকানা:
ব্যাপ্টিস্ট চার্চ মার্কেট (২য় তলা), পুরাতন বিমান অফিস মোড়, যশোর
নিয়মাবলি ও আচরণবিধি:
• নারী সদস্যদের প্রতি অশালীন আচরণ করলে তাৎক্ষণিকভাবে দল থেকে বাদ দেওয়া হবে
• যেকোনো সমস্যা হলে সরাসরি ট্যুর অ্যাডমিনদের সঙ্গে আলোচনা করতে হবে
• গ্রুপ থেকে অনুমতি ছাড়া আলাদা হওয়া যাবে না
• যত্রতত্র ময়লা ফেলা যাবে না
• বাসে ধূমপান বা মাদকদ্রব্য বহন/সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ
• ট্যুর চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আয়োজকদের দায়ী করা যাবে না